• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দুই শীর্ষ ব্যক্তির বিরোধ এখন চরমে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

চিতলামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরোধে বিব্রত সচেতন মহল ও স্থানীয় জন প্রতিনিধিরা। গণমাধ্যমকর্মীদের কাছে একে অপরকে দুশলেন দুজনেই। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান শামীমের অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। এ বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাইদের বিরুদ্ধে ভিত্তিহীন ঐ অভিযোগের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করেণ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন। সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা প্রস্তাবকে সমর্থন করেন।

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান শামীম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাইদ উপজেলার বনায়ণকৃত গাছ বিক্রয়ের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে, ঐ গাছ পছন্দের ক্রেতার কাছে কম মূল্যে বিক্রয় করেছেন। এছাড়া, সরকারি বরাদ্দের ঘর প্রতি সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থ গ্রহন, প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরি নিয়োগ প্রদানের জন্য উৎকোচ গ্রহণসহ নানা অভিযোগের কথা উল্লেখ করেন তিনি।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা