• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে করোনার টিকা দ্বিতীয় ডোজ গ্রহন শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১  

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় ডোজ কোভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রম। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬৮জনকে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এরমধ্যে যারা টিকা গ্রহন করেছেন তাদের মধ্যে রয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাংবাদিক মান্না কুমার দে, আহসান টিটো সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উল্লেখ্য, ফকিরহাটে এ পর্যন্ত কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৯ হাজার ৬২ জন। টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন প্রায় ১২ হাজার মানুষ। এদিন মোট ৬৮জন করোনার দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন। পাশাপাশি প্রথম ডোজ টিকা প্রদান অব্যাহত রয়েছে। এছাড়া বর্তমানে নিয়মিতভাবে করোনার নমূনা সংগ্রহ করা হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:অসিম কুমার সমাদ্দার জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা