• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ মার্চ ২০১৯  

চিতলমারীতে জমাদানের শেষ দিনে তিনটি পদে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পঞ্চম উপজেলা পরিষদের ৪র্থ ধাপের এ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশে ৪ জন চেয়ারম্যান, ৮জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এরা হলেন, চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত অশোক কুমার বড়াল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর মো. আলমগীর হোসেন, জাতীয় পার্টির এসএম গোলাম ছরোয়ার ও এনডিপির এসএম মনিরুজ্জামান।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের প্রাক্তন সাধারন সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ রাশেদ পুকুল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহাতাবুজ্জামান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজু আহম্মদ মিরান, সাবেক ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজী, ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, মিলন বাড়ৈ, মো: বাবুল হোসেন ও মো: লিমন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান শিবানী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা মল্লিক, উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদিকা সাবেরা কামাল সপ্না কামাল ও চারুলতা হিরা।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আবু সাঈদ  জানান, প্রার্থীদের মধ্যে আবু জাফর মো: আলমগীর হোসেন তার মনোনয়ন পত্র বাগেরহাটে জমা দিয়েছেন। বাকিরা সকলেই তাদের মনোনয়নপত্র চিতলমারীতে জমা করেছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা