• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাট হাসপাতালে আরও চিকিৎসক ও নার্সের যোগদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩  

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আরও ৮ চিকিৎসক ও ২ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন। শনিবার দুপুরে হাসপাতালের মিলনায়তনে সদ্য যোগদানকৃত চিকিৎসক ও নার্সদের বরণ ও পরিচিতি সভা অনুষ্টিত হয়। হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. অসীম কুমার সমদ্দার এর সভাপতিত্বে এ সময় সন্তোষ প্রকাশ করে বক্তব্য দেন, বিশেষজ্ঞ চিকিৎসক এস.এম শাহনেওয়াজ, সাঈদ আহম্মেদ, ফারুক-উজ-জামান, সাদী মোহাম্মদ, আরএমও ডা: জব্বার ফারুকী, ড: গোলাম রাফি, ডা: জিনিয়া ফেরদৌস, ডা: এজাজুল খান, ডা: তন্ময় পাল, ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, ইনসেপ্টার এরিয়া ম্যানেজার এম.এম ফেরদৌস, নার্সিং সুপারভাইজার লাভলী আক্তার, গীতা কুন্ডু প্রমুখ। সদ্য যোগদানকৃতরা হলেন, ডা: ইন্দ্রজীৎ বিশ্বাস, ডা: মো: ইকরাম, ডা: সাধন কুমার মিস্ত্রী, ডা: দিপঞ্জয় মীরবর, ডা: মো: রায়হান, ডা: শাহেলা জামান, ডা: অপূর্ব মন্ডল, ডা: মো: তাহমিদ এবং সেবিকা শিলা শিউলি ও সৈয়দা রোকেয়া আলী। তীব্র চিকিৎসক সংকটের সধ্যে তাদের যোগদানে কিছুটা হলেও সেবা সহায়তা বৃদ্ধি পাবে বলে তত্ত্বাধায়ক ডা: অসীম কুমার সমদ্দার আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত: দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার এই হাসপাতালটি চলছে ৫০ শয্যার জনবল দিয়ে। চিকিৎসক সংকটে বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এখনও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম এবং গাইনী, চক্ষু, এ্যানেস্থাসিয়া, কার্ডিওলজি, রেডিওলজি-সহ কনসালটেন্ট এর অনেক পদ শুণ্য রয়েছে। গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসক এবং কনসালট্যান্ট-সহ অনান্য জনবলের পদ শূন্য থাকায় অনাকাঙ্খিত ভোগান্তি হয় চিকিৎসা নিতে আসা রোগীদের।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা