• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে সমাপ্ত হল আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

প্রতিবেশি দেশ ভারতের ছয়জন সহ দেশের বিভিন্ন জেলার নানা বয়সের শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে বাগেরহাটের চিতলমারী উপজেলায় অনুষ্ঠিত হল দুই দিন ব্যাপি দাবা প্রতিযোগিতা। শনিবার (১১ মার্চ) রাত আটটার দিকে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। খেলায় চেম্পিয়ান হয়েছেন ময়মনসিংহ হতে আগত দাবা খেলোয়াড় ভূঁইয়া গোলাম মোস্তফা। এ ছাড়া আরো ২২ জন পুরষ্কার পান। উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শেখ হেলাল উদ্দীন প্রথম ফিদে স্ট্যন্ডার্ড রেটিং অন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট’ আয়োজন করে চিতলমারী চেস ক্লাব। শনিবার (১১ মার্চ) রাত আটটায় সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। এ সময় অতিথি হিসেবে ছিলেন, অ্যাসোসিয়েশন অব চেস ক্লাব বাংলাদেশের সভাপতি এনায়েত হোসেন, মাদারীপুর জেলার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদ, অ্যাসোসিয়েশন অব চেস ক্লাব মাদারীপুরের সভাপতি ইকবাল হোসেন বাবু, অ্যাসোসিয়েশন অব চেস ক্লাব বাগেরহাটের সভাপতি ফকির আরিফুল হক, চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান, চিতলমারী চেস ক্লাবের সভাপতি সঞ্জীব মালাকার (সঞ্জয়), চিতলমারী চেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান প্রমূখ। চিতলমারী চেস ক্লাবের সভাপতি সঞ্জীব মালাকার (সঞ্জয়) জানান, ভারতের ছয়জন সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে ১৪৮ জন দাবা-খেলোয়াড় অংশগ্রহণ করেছেন- এটা চিতলমারীর গর্ব। দাবা হচ্ছে বুদ্ধির খেলা। বয়সের চেয়ে বুদ্ধিটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে ছয় বছর হতে শুরু করে বিভিন্ন বয়সী খেলোয়াড়হণ অংশগ্রহণ করেন। উপজেলা পর্যায়ে এত বড় আয়োজন এই প্রথম। আগামীতে আরো বড় ধরণের আয়োজনের ইচ্ছে আছে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা