• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় ১৯ কেজি মাংসসহ দুই হরিণ শিকারী আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

মোংলায় সুন্দরবন থেকে পাচার করে আনা ১৯ কেজি হরিনের মাংসসহ বেল্লাল শরীফ ও সাদ্দাম হোসেন নামের দুই চোরা হরিণ শিকারীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোর্পদ করা হয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার চাদপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ড নারকেলতলা ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় থেকে হরিণের মাংসসহ এ দু’জনকে আটক করা হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, সুন্দরবন থেকে নৌকায় করে আনা হরিণের মাংস মোংলা নদীর পাড় থেকে বস্তা ভর্তি করে মোটরসাইকেল যোগে ৩ ব্যক্তি ওই হরিণের মাংস নিয়ে নারকেলতলা এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করে। গ্রামবাসীর সাথে বাক-বিতান্ডায় উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায় মাংস ভর্তি বস্তা ফেলে দৌড়ে পালাতে গেলে ধাওয়া করে স্থানীয়রা দুইজনকে আটক করে। আর অন্যজন মটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ফেলে রাখা বস্তা তল্লাশী চালিয়ে চামড়াসহ ১৯ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।

মোংলা থানা পুলিশ খবর পেয়ে এস আই মিরাজুল ইসলামসহ একদল পুলিশ জনতার হাত থেকে মাংসসহ সুলতান শরীফের ছেলে বেল্লাল শরীফ (৩২) ও হাবিবুর রহমান’র ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫)কে আটক করে। তারা নারকেলতলা আবাসনের বাসিন্দা। তাদের নামে সুন্দরবনের বন্য প্রানী নিধন আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।  

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা