• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় তরমুজ ফসলের মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

বাগেরহাটের শরণখোলায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা তরমুজ ফসলের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মার্চ(বৃহস্পতিবার) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার জিলবুনিয়া সাইক্লোন সেন্টারে অনুষ্ঠিত এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউ পি চেয়ারম্যান আলহাজ¦ আজমল হোসেন মুক্তা। উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার  মোঃ মোস্তফা মশিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ আবদুস সামাদ, শরণখোলা উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হৃদয় হোসেন ও শিক্ষক মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকায় তরমুজ চাষে সফল চাষি লোকমান সরদার ও চাষি আমজেদ শাহ। প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম বলেন কৃষকদের ভাগ্য উন্নয়নের সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ  করছেন। কৃষকদেরকে বিভিন্ন ভাবে প্রনোদনা দিয়ে সহযোগিতা করছে। আপনাদেরকে কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা আপনাদের পাশে আছি। সরকারের যে সুযোগ সুবিধা রয়েছে তা আপনাদেরকে সরবরাহ করা হচ্ছে। চাষাবাদের বিভিন্ন পরামর্শ দিয়ে বলেন  আন্তরিক ভাবে ফসল উৎপাদনের মধ্য দিয়ে স্বাবলম্বী হতে হবে।আপনাদের প্রদর্শণী ফসলের মাঠ দেখে যেন অন্যরা উদ্বুদ্ধ হয়। পরে উপজেলা কৃষি অফিস চত্তরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় চাষিদের মাঝে ফলের চারা, বীজ, সারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা