• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩  

খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানযাত্রী লাভলু শেখ (৫২) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় বাইসাইকেল চালক ও ভ্যানচালক আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের ফলতিতা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত লাভলু শেখ বাগেরহাট সদরের উজলপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মরহেদ উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা