• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় অবৈধ ইটের পাজা গুঁড়িয়ে দিল বুলডোজার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ মে ২০২৩  

বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের একটি অবৈধ ইটের পাজা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল কুদ্দুস অভিযান চালিয়ে পাজাটি গুড়িয়ে দেন। সহকারী কমিশনার রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে বলেন, ধানসাগর ইউনিয়নের টগরা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই পাজা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে পাজাটি ভেঙে ফেলা হয়। পাজাটিতে প্রায় ৩৫ হাজার ইট রয়েছে। তিনি আরও বলেন, পাজার সমস্ত ইট জব্দ করে ধানসাগর ইউনিয়নের ইউপি সদস্য তপু বিশ্বাসের জিম্মায় রাখা হয়েছে। পাজা মালিক নাসির হাওলাদার ওই ইউনিয়নের সাবেক মেম্বর। তিনি ইট পোড়ানো শেষ করে বিক্রির অপেক্ষায় ছিলেন।
ইউপি সদস্য তপু বিশ্বাস বলেন, এসি (ল্যান্ড) অভিযান চালিয়ে পাজা ভেঙে ইট তার জিম্মায় রেখে গেছেন। জিম্মায় থাকা ইট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা