• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় নিষিদ্ধ সময়ে আহরণ করা বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

মৎস্য আহরণের নিষিদ্ধ সময়ে সুন্দরবনের নদ-নদী থেকে চিংড়ি পোনা আহরণ করে বিক্রির সময় বিপুল সংখ্যক পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনি এলাকা থেকে জব্দ করা কয়েক ড্রাম চিংড়ি পোনা নদীতে অবমুক্ত করে মোংলা থানা পুলিশ।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সময়ে কিছু স্থানীয় ব্যক্তি আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বন সংলগ্ন নদী-খাল থেকে কিছু চিংড়ি পোনা ধরে। এর পর ওই পোনাগুলো আড়ৎদাররা কিনে দেশের বিভিন্ন স্থানে চালান দেওয়ার জন্য সংরক্ষর করেছিল।
এসময় মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে চিংড়ি পোনাগুলো জব্দ করে আবার নদীতে অবমুক্ত করে।
মাছের প্রজনন নির্বিঘ্ন করতে শনিবার (২০ মে) থেকে বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন নদী-খালে সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদফতর ও বন বিভাগ। এই নিষেধাঞ্জার ফলে আগামী ২৩ জুলাই পর্যন্ত সাগরে ও ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী-খালে মাছ শিকার করতে পারবেন না জেলেরা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা