• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ জুন ২০২৩  

বাগেরহাটের শরণখোলায় দুর্যোগ ও স্বাস্থ্যবিধিসহ নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দু'দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনী দিনে ফায়ারসার্ভিস কর্মীরা গ্যাস থেকে অগ্নিকাণ্ডের সূত্র পাত ঘটলে তা প্রতিরোধে নানা কৌশলে প্রতিরোধ করার সহজ কলা কৌশল প্রদর্শন করেন। 

উন্নয়ন সংস্থা কমিউনিটি ইনিশিয়ে টিপ সোসাইটি সিআইএস ও এশিয়া এশিয়া প্যাসিফিক ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট এ পেট এবং বাংলাদেশ এর আয়োজনে জাপান সরকারের সহযোগিতায় দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ উপজেলার রাজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন সংস্থার মেডিকেল স্ট্যান্ড মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রজেক্ট অফিসার মোঃ গোলাম রসুল ও মাঠ কর্মী মো: নবী হোসেন। 

সমাপনী দিনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই স্কুলের প্রধান শিক্ষক মো: আনোয়ারুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা ফায়ার সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা, শেখ ফিরোজ আলী।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা