• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ জুন ২০২৩  

বাংলাদেশ স্কাউটস বাগেরহাট জেলার ব্যবস্থাপনায় শরণখলা উপজেলা স্কাউটের আয়োজনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।  এ কোর্সে ৫০ জন শিক্ষক শিক্ষিকা অংশ নেয়। প্রশিক্ষন শেষে সনদ বিতরন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন  করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: নুর -ই - আলম সিদ্দিকী। কোর্স লিডার ছিলেন বাগেরহাট জেলা স্কাউটসের ভারপ্রাপ্ত সম্পাদক মো: সিরাজুল ইসলাম।

রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলে উপজেলা স্কাউট সম্পাদক বদিউজ্জামান বাদলের পরিচালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রতন কুমার বল। উপজেলা স্কাউটস কমিসনার সরওয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা কাব লিডার প্রশিক্ষক মো: সোহরাব হোসেন, উপজেলা কাব লিডার কে এম বজলুর রহমান, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ, মোড়েলগঞ্জের উডবাজার মো: জাহাঙ্গীর হোসেন, মো: রিপন শেখ ও দোলন বিশ্বাস।  প্রধান অতিথি বলেন শিক্ষকতার মহান পেশার  পাশাপাশি  নিজ নিজ উদ্যোগে স্কাউটিং শিখতে হবে। শিক্ষার্থীদের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের মাধ্যমে এগিয়ে নিতে হবে। বাচ্চারা মাটির মত। তাদের সুনাগরির হিসাবে গড়ে তুলতে যা শিখাবেন তাই শিখবে। কোর্স লিডার মো: সিরাজুল ইসলাম বলেন স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন মধ্যে দিয়েই বেসিক ট্রেনিং সুচনা করা হলো। স্কাউটিং  কার্যক্রমের সুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি অংশ গ্রহণকারী শিক্ষক শিক্ষিকাদের পরবর্তীতে বেসিক কোর্সে অংশগ্রহণ করে  নিজ নিজ স্কুলে স্কাউটিং কার্যক্রম ছড়িয়ে দিতে সকলের প্রতি অহবান জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা