• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোড়েলগঞ্জ পুলিশের অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ জন গ্রেফতার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

বাগেরহাটের রামপাল, মোংলা ও মোড়েলগঞ্জ থানা পুলিশের গত ২৪ ঘন্টার পৃথক অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ জন নেতা কর্মী গ্রেফতার হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মোংলা ও মোড়েলগঞ্জ থানায় পৃথকভাবে ২ টি নাশকতার মামলা রেকর্ড করা হয়েছে। আর রামপাল থানা পুলিশের হাতে আটক ৩ আসামীকে পেয়িন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মোংলা বন্দর ও ইপিজেডসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সক্রিয় ৪ জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেফতার করা হয়েছে।গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালের মেঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে হাতেনাতে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো, মিঠাখালী সাহেবের মেঠ এলাকার মাওলানা হোসেন বিল্লাহ (৪৫), মোঃ উজ্জল গাজী (২২), গোয়ালের মেঠ এলাকার আঃ মাজেদ মোল্লা (৪৮) ও আবু তালহা শান্ত (২২)। এ সময় তাদের কাছ থেকে ৩টি লোহার রড, ৮টি বাঁশের লাঠি, ২ লিটার পেট্টোল ও দিয়াশলাই জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনসহ ১৩ জনের নাম উল্লেখ এবং ৪০/৫০জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করা হয়েছে। এর আগের রাতে জেলার মোরেলগঞ্জ থানা পুলিশ এক অভিযানে জামায়াত-বিএনপির ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলো, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন জামায়াত কর্মী পশ্চিম গুলিশাখালী গ্রামের প্রভাষক আব্দুস সবুর সমাদ্দার, তার অপর দুই ভাই লোকমান ও সরোয়ার সমাদ্দার, খেজুরবাড়িয়া গ্রামের শাজাহান ওরফে মোস্তফা খান, বানিয়াখালী গ্রামের আল-আমীন শরীফ ও নিশানবাড়িয়া ইউনিয়ন কৃষকদল সভাপতি আ. হালিম সমাদ্দার। মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গুলজিয়া আলীম মাদ্রাসার কাছে নাশকতার পরিকল্পনা করছিল একদল দুর্বৃৃত্ত। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার দুপুরে এসআই তরিকুল ইসলাম বাদি হয়ে গ্রেফতারকৃত ৬জনসহ ১৩ জনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে, রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে থানার একটি নাশকতার মামলার সন্দেহভাজন ৩ জন আসামীকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলো, উপজেলার বড় নবাবপুর গ্রামের আ. কাদের ফারাজী (১৮) কালেখারবেড় গ্রামের জালি শেখ (৩৭) ও একই গ্রামের মো. শফিউদ্দিন শেখ (৪৮)। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম শনিবার সকালে জানান, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে আমাদের নিয়মিত অভিযান চলাকালে পৃথক ভাবে ওই ৩ আসামীকে গ্রেফতার করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা