• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে ঔষধ প্রশাসনের সাথে কেমিস্ট সমিতির মতবিনিময় সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩  

রামপালের ফয়লাহাট ঔষধ প্রশাসনের সাথে ক্যামিষ্ট সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ফয়লাহাটের দবির উদ্দিন ফার্মেসীর ২য় তলায় কেমিস্ট সমিতির সভাপতি শেখ আবু দাউদের শেখ সভাপতিত্বে ও সরদার মহিদুল ইসলামের সঞ্চলনায় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাগেরহাট জেলা ড্রাগ সুপার মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় তিনি বলেন নকল ভেজাল আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যাতিত এন্টিবায়োটিক সেবন ও বিক্রয় না করা গুড ডিসপেন্সিং প্রাকটিস।

এ বিষয়ে ঔষুধ ব্যাবসায়ীদের জনসচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। ঔষধ ব্যাবসায়ীরা কোন মেয়াদ উত্তীর্ণ ঔষধ দোকানে রাখেতেই পারবেন না। এ বিষয়েও তিনি জরুরি দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে উপজেলার ক্যামিষ্ট সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা