• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের কাঠামারী এলাকায় আয়রন রিমোভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উইথ পাইপ লাইন ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১০সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) কমিউনিটি ডেভেলপমেন্টের অংশ হিসেবে এ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক।

পরে রামপাল বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এ প্রকল্পের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেসিসি মেয়র আব্দুল খালেক।

এ সময় তিনি বলেন,বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড রামপাল-মোংলা বাসিন্দাদের কর্মসংস্থান, বেকারত্ব হ্রাসে প্রশিক্ষণ, স্বাবলম্বী করার উপকরণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য-চিকিৎসা ও সুপেয় পানির সরবারাহসহ নানা ধরনের উন্নয়নমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন (বিআইএফপিসিএল) প্রধান মহাব্যবস্থাপক শান্তনু কুমার মিশ্র,প্রকল্প পরিচালক অতনু দত্ত, মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মঙ্গলা হারিন্দ্রান, ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) তারিকুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম প্রমুখ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা