• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে চুরি করা ২৬৩ কেজি তামার তারসহ আটক ৩

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

বাগেরহাটের রামপাল উপজেলার বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট থেকে চুরি করা আরো ২৬৩ কেজি তামার তারসহ তিনজনকে আটক করেছে কর্তব্যরত আনসার ব্যটালিয়ান সদস্যরা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পাওয়ার প্লান্টের ১ নং গেট এলাকা থেকে আটক ও তার উদ্ধার করা হয়।

খুলনা রুপসার ৩ আনসার ব্যাটালিয়ান অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক শাহনাজ জেসমিন বৃহস্পতিবার সকাল ১০টায় এক মেইল বার্তায় জানান, ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বৃহস্পতিবার ভোর রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ তামার তার পাচার করা হবে।

উক্ত সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার রাজিব হোসাইনের নেতৃত্বে চৌকশ আভিযানিক দলটি বিদ্যুৎ কেন্দ্রের ১ নং গেটে অবস্থান নিয়ে সন্দেহভাজন সকল গাড়ি তল্লাশি চালায়। এ সময় একটি (খুলনা মেট্রো-ছ-১১-০০৩৭) মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ২৬৩ কেজির অধিক তামার তার উদ্ধার ও চোর চক্রের তিনজন সদস্যসহ মাইক্রোবাসটি আটক করে।

আটককৃতরা হলো- ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের মেহেদী হাসান (১৯), খুলনা রুপসার উত্তর খাজ ডাঙ্গা গ্রামের মাহাবুব হোসেন (২১) এবং খুলনা গোবরচাকা এলাকার জাহাঙ্গীর সরদার (৪৮)।

ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন বলেছেন এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ চোরকে রামপাল থানা পুলিশে সোপর্দ করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা