• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে এক রাতে ৬ দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩  

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর বাজারে এক রাতে ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ অক্টেবার) ভোর রাতের কোনো এক সময় সুযোগ বুঝে এ চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট দোকান মালিকগণ।

খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও ভূক্তভোগী ব্যবসায়ীরা জানান, ফকিরহাটের সবচেয়ে বড় বাজার এটি। বাজারের সিনেমা হল মার্কেটের দুইটি, পুরাতন সুপারিপট্টীর তিনটি ও রেল রোডের একটি দোকানে শার্টার ভেঙ্গে চুরি হয়েছে। চোরচক্র দোকানের ভিতরে প্রবেশ করে ক্যাশের টাকা চুরি করে নিয়ে গেছে।

চুরি হয়ে যাওয়া দোকানগুলো হলো, চঞ্চল মল্লিকের আনাস ফ্যাশান, শেখ আজহার আলীর নাবিব ক্লথ স্টোর, বাহাউদ্দীনের সততা ক্লথ স্টোর, ইন্দ্রোজিৎ সাহার জয় মা বস্ত্রালয়, শেখ তানভীর ইসলামের এসকে ফ্যাশান ও উত্তম শাহার কাপড়ের দোকান।

প্রতিটি দোকানের ক্যাশবাক্স থেকে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা করে চুরি হয়েছে বলে এসব ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ধারণা করছেন।

শারদীয় দুর্গা উৎসবের সুচনালগ্নে এ ঘটনায় ব্যবসায়ী মহলের মাঝে চরমভাবে চোর আতঙ্ক বিরাজ করছে বলে অনেকেই মন্তব্য করেছেন।

ফকিরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন রায় জানান, বুধবার রাতে ফকিরহাট বাজারে ২৬ জন নৈশ্যপ্রহরী ডিউটি করেছিলো। রাত ১টার পরে বাজারের সন্দেহজনক চলাচলকারী লোকদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি। আর এ চুরির ঘটনায় ব্যবসায়ীরা মামলা করলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা