• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে কাঠ মিস্ত্রির আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩  

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একদিনে পৃথক ঘটনায় দেনার দায়ে আব্দুর রব মোল্লা (৬০) নামের একজন কাঠমিস্ত্রি গলায় কাপড় দিয়ে আত্মহত্যা করেন এবং লুৎফর রহমান (৫৫) নামের একজন কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

এ ঘটনায় ফকিরহাট থানায় দুইটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া এলাকার একটি ফার্নিচারের ঘর থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে আব্দুর রব মোল্লা নামে একজন কাঠ-মিস্ত্রির মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুর রব মোল্লার নিজ ফার্নিচারের ঘরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার হয়। আব্দুর রব মোল্লা লখপুরের জাড়িয়া-মাইটকুমড়া এলাকায় দুই বছর আগে বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে স্থানীয় যুগিখালী নদীর পাড়ে ঘর বেধে বসবাস করে আসছেন। সেখানে তিনি জনৈক সেলিম ফরাজীর নিকট থেকে ঘর ভাড়া নিয়ে ফার্নিচারের কাজ করতেন।

জানা গেছে, রব মোল্লার কাছে এলাকার অনেক মানুষ টাকা পাবেন। দেনার দায়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে।

অপরদিকে, ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের তেকাঠিয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে মৎস্য ঘেরে স্যালোমেশিন দিয়ে পানি দেয়া শেষে বিদ্যুতের তার গোছানোর সময় লুৎফর শেখ (৫৫) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

নিহত লুৎফর শেখ তেকাঠিয়া গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুইটি মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা