• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন প্রদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

বাগেরহাটের মোরেলগঞ্জে কুকুরে কামড়ানো রোগীদের সংক্রামক জলাতঙ্ক রোগ থেকে সুরক্ষা দিতে হাসপাতালে চিকিৎসা সেবা চালু হয়েছে। এ চিকিৎসার জন্য সরকারিভাবে হাসপাতালে ‘র‌্যাবিস্ ভ্যাকসিন’ মজুদ করা হয়েছে। রবিবার থেকে কুকুরে কামড়ানো রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু হয়েছে এখানে।

জানা গেছে, গত ৩ মাসে কমপক্ষে ৭৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা না পেয়ে বাগেরহাট, খুলনাসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। এতে অর্থনৈতিকভাবে বিপাকে পড়েছেন হতদরিদ্র পরিবারের রোগীরা। এ সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকা থেকে র‌্যাবিস্ ভ্যাকসিন টিকা সংগ্রহ করে মোরেলগঞ্জ হাসপাতালে সংরক্ষণ করা হয়েছে। অতীতে এ হাসপাতালে ‘র‌্যাবিস ভ্যাকসিন’ এর কোন সরবরাহ ছিলোনা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, উপকূলীয় এ উপজেলার অধীকাংশ রোগীর এলাকার বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ নেই। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে টিকা মজুদ করা হয়েছে। বিনামূল্যে টিকা প্রয়োগ শুরু করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা