• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে ১১ পিচ ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯  

মোরেলগঞ্জে মিজান খাঁন নামে যুবলীগের এক নেতা ইয়াবাসহ আটক হয়েছেন। সোমবার দিবাগত রাত ৯ টার দিকে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দৈবজ্ঞহাটি এলাকা থেকে তাকে আটক করেন। তার নিকট থেকে ১১ পিচ ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। মিজান খাঁন পুটিখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। 

ডিবি পুলিশের ওসি(তদন্ত) শেখ মাইনুল ইসলাম  বলেন, পেশাদার মাদক ব্যবসায়ী মিজান খাঁন খুচরা বিক্রেতাদের নিকট ইয়াবা সরবরাহের অপেক্ষায় আছে এমন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন। 

মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ভাটখালী গ্রামের হাবিবুর রহমান খাঁনের ছেলে মিজান খাঁন দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত। ইতোপূর্বে সে আটক হয়েছে। জেল খেটেছে। তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা