• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দ্বিতীয় দিনে আমরণ অনশনে ছাত্রদলের বিবাহিতরা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে বসেছেন ছাত্রদলের বিবাহিত নেতারা।

বিরতির পর আজ দুপুর পৌনে ১২টা থেকে তারা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচে এই অনশনে বসেন।

গতকাল (বুধবার) বেলা ১১টার দিকে এই অনশন শুরু করেন তারা। পরে রাত সাড়ে ৯টার দিকে অনশনে বিরতির সিদ্ধান্ত নেন তারা। আজ আবার অনশন শুরু হলো।

অনশনকারীরা অভিযোগ করেন, ‘যখনই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন হয় তখনই কিছু লোক ছাত্রদল নিয়ে এক্সপেরিমেন্ট চালায়, কাকে কেন্দ্রীয় কমিটিতে রাখবে আর কাকে বাদ দেবে, এই চক্রান্ত শুরু করে। তাদের স্বার্থ অনুযায়ী বিভিন্ন সময় সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু আমরা বলতে চাই, ইতোমধ্যে ছাত্রদলকে সুশৃঙ্খল করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান পদক্ষেপ নিয়েছেন। কিছুদিন আগে ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এখন যখন পূর্ণাঙ্গ গঠন করা হবে, তিনি চেয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে শক্তিশালী কমিটি গঠন করা হোক।’

‘কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যাদের আমরা এতদিন অভিভাবক মনে করেছি, যাদের নেতৃত্বে আমরা এতদিন পরিচালিত হয়েছি, যারা আমাদের আশ্বস্ত করেন যে, সবাইকে নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে, তারা এখন আমাদের থেকে দূরে দূরে থেকে নিজেদের হাইড করার চেষ্টা করছেন। সে জন্য আমরা আমরণ অনশন কর্মসূচি নিয়েছি। আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।’

গত কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, সাবেক সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম, সহ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাতিস হাসান, সহ-আইনবিষয়ক সম্পাদক আশরাফ জালাল খন, সহ-যোগাযোগ সম্পাদক মাহামুদুর আলম শাহীন, সহ-অর্থবিষয়ক সম্পাদক শিহাবুর রহমান, সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য এম. কামরুল হাসান, এম. এম. আবুল আক্তার শান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি বিশ্বজিৎ ভদ্র, মো. ফরিদ হোসেন খান, যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সাইফুল, মো. শহিদুল ইসলাম মল্লিক,সহ-অর্থবিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, এস. এম. হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাহিদুর রহমান, সদস্য এম. এ. আজিজ, ঢাকা কলেজের সিনিয়র সহ-সভাপতি এইচ এম রাশেদ,সহ সভাপতি নুরুল আলম আলামিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, মো. জুয়েল, তিতুমীর কলেজের আরিফুর রহমান, মো. আল মামুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-কৃষি বিষয়ক সম্পাদক সানোয়ার আলম, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আরমান হোসেন, কোতয়ালী ছাত্রদল নেতা রাজীব খন্দকার, কুড়িগ্রাম ছাত্রদল নেতা মাহামুদুল হাসান নতুন, রাজবাড়ী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদা পাভেল প্রমুখ অনশনে অংশ নিয়েছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা