• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

তত্ত্বাবধায়ক সরকার কবরস্থানে চলে গেছে : ওবায়দুল কাদের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব‌লে‌ছেন, আওয়ামী লীগ শান্তি চায়। শান্তি, প্রগতি ও উন্নয়নের ধারাবা‌হিকতায় দেশের নেতৃ‌ত্ব, উন্নয়ন, অর্জন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা রক্ষায় ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে বেশ কয়েকটি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএন‌পির উদ্দে‌শে ওবায়দুল কাদের বলেন, ১৫ বছর আগের বাংলাদেশের দিকে তাকান, আর পনের বছর পর রূপান্তরিত বাংলাদেশ। এ রূপান্তর বিশ্বের বিস্ময়। এর রূপকার শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্ব নেতারাও এ কারণে প্রধানমন্ত্রীকে গুরুত্ব দেয়। 

তিনি ব‌লেন, প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবে? কী কারণে? বাংলাদেশ আপনি যাদের কথা বলেন, উৎসাহ পাচ্ছেন, তাদের দেশের গুরুত্বপূর্ণ সংস্থা আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) বলেছে, বাংলাদেশে বর্তমানে ৭০ শতাংশ লোক শেখ হাসিনার পক্ষে। 

আওয়ামী লী‌গের এই সাধারণ সম্পাদক আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার কবরস্থানে চলে গেছে। ঐ তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না। তত্ত্বাবধায়ক সরকার এখন চিরনিদ্রায় শায়িত। জাগবে না। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা