• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কানায় কানায় পূর্ণ আ: লীগের শান্তি সমাবেশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩  

আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে সমাবেশ। সমাবেশস্থলে জায়গা না থাকায় গুলিস্তানের শহীদ মতিউর পার্ক থেকে জিপিও পর্যন্ত পুরো রাস্তায় অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

এছাড়া সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব, শিক্ষা ভবন, কার্জন হল, নগর ভবন, বঙ্গবন্ধু এভিনিউ, ফুলবাড়িয়া, পুরানা পল্টন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চারপাশে রাস্তায় দাঁড়িয়ে আছেন অনেক নেতাকর্মী।

বিকেল ৩টায় শিক্ষা ভবনের সামনে দিয়ে মিছিল নিয়ে সমাবেশে অংশ নিতে যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। কিন্তু সচিবালয়ের সামনে গিয়ে তাদের মিছিল থেমে যায়। নেতাকর্মীদের উপস্থিতির কারণে সামনে তাদের আগানোর সুযোগ ছিল না। প্রায় ২০ মিনিট পর তারা জিপিও পর্যন্ত পৌঁছায়। পরে বিপরীত পাশের সড়ক দিয়ে মিছিল নিয়ে আবার শিক্ষা ভবনের দিকে চলে যান।

জানতে চাইলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ইকবাল মাহমুদ বলেন, সমাবেশস্থলে জায়গা না হওয়ায় তারা ফের মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয় শাখার নেতারা সমাবেশের সামনে গেছেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ। সমাবেশ উপলক্ষে দুপুর থেকে রাজধানীর ঢাকার বিভিন্ন ইউনিট এবং দেশের বিভিন্ন জেলা শাখা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বায়তুল মোকাররম আসেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা