• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রাজবাড়ী-পাবনা রুটে ফেরি চলাচল বন্ধ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

নৌপথে রাজবাড়ীর সঙ্গে পাবনার সহজতম যোগাযোগ মাধ্যম ধাওয়াপাড়ার জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ রুট। এ রুটের জৌকুড়ার ফেরিঘাট মেরামত ও নাজিরগঞ্জের ঘাট স্থানান্তরের কাজ চলমান থাকায় ফেরি চলাচল বন্ধ রেখেছে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন এ তথ্য জানান।

 

জানা গেছে, পদ্মা নদীর পানি অস্বাভাবিক হারে কমে যাওয়ায় নদীতে চর জেগেছে। যে কারণে রাজবাড়ীর জৌকুড়ার ফেরি ঘাট মেরামত ও পাবনার নাজিরগঞ্জের ঘাট স্থানান্তরের কাজ করছে সড়ক বিভাগ। এ জন্য আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এ রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। তবে ফেরি চলাচল বন্ধ থাকলেও যাত্রী পারাপারে দুটি লঞ্চ ও কয়েকটি ইঞ্জিতচালিত ট্রলার চলাচল করছে।

রাজবাড়ীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন জানান, পদ্মার পানি অস্বাভাবিক হারে কমে যাওয়ায় নদীতে চর জেগেছে। এ জন্য ফেরি চলাচল সমস্যা হচ্ছে। ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখে জৌকুড়া ঘাট মেরামতের কাজ করা হচ্ছে। আগামী ২৫ নভেম্বর থেকে পুনরায় এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা