• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

৪টি কাজ করেই জান্নাত পেতে পারেন একজন নারী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

 

জান্নাত চিরশান্তির জায়গা। সেখানে আরাম- আয়েশ, সুখ-শান্তি, আমোদ-প্রমোদ, চিত্ত বিনোদন ও আনন্দ-আহলাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে। সেখানে ভোগ-বিলাস ও পানাহারের আতিশয্য। জান্নাতীরা যা কামনা করবে কিংবা কোনো কিছু পাওয়ার আহ্বান জানাবে, সকল কিছু পাবে।

হাদিসের বর্ণনা অনুযায়ী কোনো নারীর মাঝে ৪টি গুণের সমন্বয় হলে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে।

১. যে নারী সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন।

২. যে নারী তার স্বামীর অনুগত হন।

৩. যে নারী রমজান মাসের রোজা পালন করেন।

৪. যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করেন। সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা