• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মসজিদ থেকে ময়লা পরিষ্কার করার ফজিলত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯  

কারো যদি মসজিদ নির্মাণের সামর্থ্য না থাকে সে বিষয়ে হাদীসে এসেছে, হজরত সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা আবর্জনা কিংবা কষ্ট হয় এমন বস্তু দূরিভূত করবে তার জন্য আল্লাহ তায়ালা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন।’ (সুনানে ইবনে মাজাহ ২য়/৩২৯পৃষ্টা), তুহফাতুল আশরাফ-৫ম/৩৬২ পৃষ্টা)

জান্নাতে ঘর তৈরি করতে হলে ফরজ নামাজের সাথে সাথে সুন্নতে মুয়াক্কাদাহ নামাজের দিকে রাসুল (সা.) গুরুত্ব দিয়েছেন। সুন্নাতে মুয়াক্কাদাহ নামাজ দৈনিক ১২ রাকাত আদায় করলে আল্লাহ তায়ালা জান্নাতে একটি ঘর নির্মান করে দিবেন।

হজরত উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত,রাসুল(স.) বলেন, ‘যে ব্যক্তি ফরজ নামাজ গুলো ছাড়া দৈনিক বার রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ নামাজ আদায় করল তার জন্য আল্লাহ তায়ালা জান্নাতে একটি ঘর নির্মান করে দিবেন।’ (ইবনে মাজাহ-১১৪১)

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা