• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

‘বড় ভিডিওর জন্য ইউটিউব শর্টস ক্ষতিকর’

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

বিগত কয়েক বছর ধরে ইউটিউব শর্ট ভিডিওর গুরুত্ব জোরশোরে প্রচার করছে। কিন্তু সম্প্রতি এক সমীক্ষার মাধ্যমে ইউটিউবের কর্তৃপক্ষের উদ্বেগের কথা জানা গেছে। তাদের মতে, ইউটিউব শর্টস ইউটিউবের বড় ভিডিওর মাধ্যমে ব্যবসার সুযোগ নষ্ট করে দিচ্ছে। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে ইউটিউবের ব্যবস্থাপনা পর্ষদের এক সদস্য সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানিয়েছেন, বড় ভিডিও থেকেই ইউটিউব বেশি আয় করে এবং এই ধরনের ভিডিও কোম্পানিটির আয়ের প্রধান উৎস। কিন্তু সম্প্রতি বড় ভিডিওর ফরম্যাটটি নষ্ট হতে শুরু করেছে। দর্শকদের চাহিদা না থাকায় অল্প কজনই এখন বড় ভিডিও বানান। ভিডিও ছোট হলে বিজ্ঞাপনও কম দেওয়া যায়। ফলে আয়ও কম হয়। এমনিতেও ইউটিউব জানিয়েছে বিগত কয়েক বছরে বিজ্ঞাপন থেকে কোম্পানিটির আয় কমেছে। যদিও ইউটিউব বড় ভিডিও থেকে আয় বাড়ানোর জন্য ইউটিউব টিভির সাবস্ক্রিপশন, এনএফএল সান্ডে টিকেট বিক্রি এবং পডকাস্ট উৎসাহিত করার মাধ্যমে। এমনকি ইউটিউব মিউজিকও ভালোভাবে কাজ করছে। তাই ইউটিউব দ্রুতই কাজ শুরু করছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা