• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ব্রিটেনে নিষিদ্ধ হতে পারেন রোনালদো-মেসি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯  

ব্রেক্সিট ইস্যুতে ইইউ থেকে ব্রিটেন সরে গেলে বিপাকে পড়তে হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিদের মতো মহাতারকারা। 

ব্রেক্সিট সম্পাদিত হলে ইইউভুক্ত দেশগুলোর নাগরিকদেরও ব্রিটেনে প্রবেশে ভিসার প্রয়োজন হবে। আর ট্যাক্স ফাঁকির মামলা বা অন্য অপরাধের জন্য সাজা পেয়েছেন এমন নাগরিকদের দেশটিতে প্রবেশ করতে না দেয়ার বিধান আছে ব্রিটেনে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে বা অন্যকোন কাজে আর ব্রিটেনে ঢুকতে পারবেন না মেসি-রোনালদোরা।

তালিকায় আছেন রোনালদো, মেসি, ডিয়েগো কস্তা, মার্সেলোদের মতো তারকারা। যারা প্রত্যেকেই ট্যাক্স ফাঁকির মামলায় জেল সাজা পেয়েছেন। ২০১৭ সালে ২১ মাসের জেল হয়েছিল মেসির। আর চলতি বছরের শুরুতে ২৩ মাসের জেলের সঙ্গে ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানার দণ্ড পান রোনালদো।

ব্রিটেনের এই আইনের প্রভাব পড়তে পারে ইউরোপের অন্য লিগগুলোতেও। দলের সেরা তারকারা নিষিদ্ধ হলে ব্রিটেন সফরে নিজেদের বিরত রাখতে পারে বার্সেলোনা-জুভেন্টাসের মতো জায়ান্ট দলগুলো।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা