• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আজ আফগানিস্তানকে হারাতে পারলে ফাইনালে বাংলাদেশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

ইমার্জিং এশিয়া কাপের চলতি আসরের শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলেছে স্বাগতিক বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার আফগানিস্তাকে হারালেই ফাইনালে উন্নীত হবে স্বাগতিকরা। এমনটি করতে পারলে ২৩ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিতব্য ফাইনালে পাকিস্তানকে পাবে বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারতকে ৬ উইকেটে পরাজতি করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১৫৬ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উন্নিত হয় বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে জিতলে সরাসরি ফাইনালে নিশ্চিত হবে বাংলাদেশের।

বুধবার প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা