• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

‘টুর্নামেন্ট সেরা’ ফরহাদ রেজা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

ঘরোয়া ক্রিকেটে বরাবরই সেরাদের মধ্যে অন্যতম ফরহাদ রেজা। ডানহাতি মিডিয়াম পেসের সঙ্গে মিডল অর্ডার ব্যাটিংয়ে যেকোনো দলের ভরসার অন্য নাম ফরহাদ রেজা। যার প্রমাণ তিনি রেখেছেন সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে গেলেও পুরো আসর জুড়েই ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন ফরহাদ রেজা। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী, ব্যাট হাতে ছিলেন শীর্ষ পাঁচে, জিতেছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার।

নিজেদের প্রথম ম্যাচে বিকেএসপির কাছে নাটকীয় হারের পর সেমির টিকিট পেতে দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে শুধু জিতলেই হতো না প্রাইম দোলেশ্বরের, মেটাতে হতো রানরেটের সমীকরণও। সে ম্যাচে বল হাতে ১৮ রানে ২ উইকেট নিয়ে প্রতিপক্ষকে থামিয়েছিলেন ১৪৫ রানে অধিনায়ক ফরহাদ রেজা।

সেমির টিকিট পেতে এ রান করতে হতো ১৮.১ ওভারের মধ্যে। সে দায়িত্বও নিজ কাঁধে তুলে নেন রেজা। মাত্র ১৫ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন ঠিক ১৮ ওভারে। পরে সেমিফাইনালে যেনো ছাড়িয়ে যান আগের ম্যাচকেও।

বল হাতে ৩২ রান খরচায় নেন এবারের আসরের এবং নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫ উইকেট। তিন বল তিন উইকেট নিলেও মাঝে একটি ওয়াইডের কারণে হয়নি হ্যাটট্রিক। তবু প্রতিপক্ষ প্রাইম ব্যাংক দাঁড় করায় ১৭০ রানের পুঁজি।

যা তাড়া করতে নেমে একপর্যায়ে প্রায় অসম্ভব সমীকরণের সামনে পড়ে যায় প্রাইম দোলেশ্বর। তখন আবার ব্যাট হাতে আবির্ভাব রেজার। ১৮ বলে যখন প্রয়োজন ৪৩ রান, তখন নামেন তিনি। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ২ বল বাকি থাকতেই। খেলেন ৮ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস।

নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনটা ফাইনালেও চলমান রাখেন ফরহাদ রেজা। প্রথমে বল হাতে ৪ ওভারের স্পেলে ৩২ রান খরচায় নেন ৩ উইকেট। পরে ব্যাট হাতেও মাত্র ২০ বলে ২ চার ও ৫ ছক্কার মারে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু দলের অন্যরা তেমন সঙ্গ না দেয়ায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে অভিজ্ঞ এ ক্রিকেটারকে।

সবমিলিয়ে বল হাতে ৪ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ১১ উইকেট ও ব্যাট হাতে আসরের পঞ্চম সেরা ১০৭ রান করেছেন রেজা। বোলিংয়ে তার সমান ১১টি উইকেট শিকার করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডানহাতি পেসার শহীদুল ইসলামও।

প্রিমিয়ার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা

১. ফরহাদ রেজা (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব) - ৪ ম্যাচে ১১ উইকেট, সেরা বোলিং ৩২ রানে ৫ উইকেট

২. শহীদুল ইসলাম (শেখ জামাল ধানমন্ডি ক্লাব) - ৪ ম্যাচে ১১ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৪ উইকেট

৩. সালাউদ্দিন শাকিল (শেখ জামাল ধানমন্ডি ক্লাব) - ৪ ম্যাচে ৭ উইকেট, সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট

৪. সোহরাওয়ার্দি শুভ (শাইনপুকুর ক্রিকেট ক্লাব) - ৩ ম্যাচে ৬ উইকেট, সেরা বোলিং ১২ রানে ২ উইকেট

৫. সাজ্জাদ হোসেন (উত্তরা স্পোর্টিং ক্লাব) - ২ ম্যাচে ৫ উইকেট, সেরা বোলিং ৮ রানে ৩ উইকেট

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা