• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ধোনির মতো আর কেউ নেই

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

বিশ্বকাপের আগেই পুনর্জন্ম পেয়েছে ধোনির ফিনিশার রূপ। ফাইল ছবিমহেন্দ্র সিং ধোনি কেন ভারত দলে? এ প্রশ্ন গত এক মাসে আর উঠছে না। মাঝে এক বছর ব্যাট হাতে অবিশ্বাস্য ব্যর্থ ধোনিকে নিয়ে গুঞ্জন উঠেছিল। বিশ্বকাপ দলে ধোনির জায়গা পাওয়া ঠিক হবে কি না সে প্রশ্নও উঠে গিয়েছিল। অস্ট্রেলিয়া সফর ও অস্ট্রেলিয়ার ভারত সফরে বারবার সেই ধোনিই এমন পারফরম্যান্স দেখালেন যে ওসব গুঞ্জন হাওয়ায় মিলিয়ে গেছে। বিরাট কোহলির পর ভারতের বিশ্বকাপ দলে যদি আর কারও জায়গা পাকা হয়ে থাকে তবে সেটা ধোনিই। কেন? উত্তরটা দিয়েছেন বিশ্বকাপ দলে ঢোকার আশায় দিন গোনা সুরেশ রায়না।

ইনিংসের শেষভাগে দলকে প্রত্যাশিত সমাপ্তি এনে দেওয়ার জন্য বিখ্যাত হয়ে আছেন মাইকেল বেভান ও মাইকেল হাসিরা। তবে অস্ট্রেলিয়ান দুই সাবেক ব্যাটসম্যানের সেই ‘ফিনিশার’ চরিত্রকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন ধোনি। ম্যাচের পর ম্যাচ, বছরের পর বছর একই কাজ করে আসছেন। মহা চাপের মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে দলকে নিরাপদ একটি স্কোর এনে দিচ্ছেন অথবা প্রতিপক্ষের সব পরিকল্পনা ব্যর্থ করে রান তাড়া করছেন সফলভাবে। ২০১১ বিশ্বকাপের ফাইনালে বিপদে পড়া ভারতকে টেনে নেওয়া ধোনির সে ইনিংস কিংবা নুয়ান কুলাসেকারাকে ছক্কা মেরে ফাইনাল শেষ করার দৃশ্য হয়তো অধিকাংশ ভারতীয়র স্মৃতিতেই গেঁথে আছে।

২০১৮ সাল অবশ্য সে স্মৃতিতে ধুলো জমিয়ে দিচ্ছিল। অনেকের মাঝেই বিশ্বাস জন্মাচ্ছিল ধোনির পক্ষে ওভাবে ছক্কা মেরে আর কখনো ম্যাচ জেতানো সম্ভব হবে না। হাজার হোক বয়স তো কম হয়নি, ৩৭ পেরিয়ে ৩৮ ছুঁচ্ছেন কদিন পরেই। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো গ্লাভস হাতে উইকেটের পেছনে অসাধারণ কিন্তু উইকেটের সামনের অবস্থাই প্রশ্ন জাগাচ্ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজেই ধোনি দেখিয়েছেন, এখনো ম্যাচ শেষ করে আসার ক্ষমতা হারাননি। চেন্নাই সুপার কিংসে ধোনির অধীনে প্রায় আট বছর খেলা রায়নাও সেটাই মনে করেন। তাঁর চোখে ধোনির ম্যাচ শেষ করার ক্ষমতা এখনো প্রশ্নাতীত, ‘এমএস এর জন্য পাঁচে বা ছয়ে নামাটাই আদর্শ। সে ম্যাচ খুব ভালো পড়তে পারে এবং অভিজ্ঞতাকে দারুণ কাজে লাগায়। যখন দরকার হয় ইনিংস গড়তে পারে আবার ম্যাচ শেষও করে আসতে পারে। এ দুটো ক্ষমতায় তাঁর ধারে কাছে কেউ নেই।’

ওয়ানডেতে প্রায় ৫১ গড়ে ১০ হাজার রান করেছেন ধোনি। ইংল্যান্ডের কন্ডিশনে তাঁকে তাই একটু নিচেই দেখতে চান রায়না। ঠিক একই কারণে আরেক অভিজ্ঞ কোহলিকেও একটু পরেই দেখতে চান ২০১১ বিশ্বকাপজয়ী, ‘আমার মতে তিন বা চারই ভালো হবে কোহলির জন্য। টপ অর্ডার দ্রুত শেষ হয়ে গেলে আমাদের কোহলির মতো একজনকে দরকার যে সবকিছু ধরে রাখতে পারে।’

আইপিএল দিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার আশায় আছেন রায়না। তবে ভারত দলের বর্তমান অবস্থায় কাজটা কঠিন সেটাও মানেন। বিশ্বকাপে যদিও স্বাগতিক ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন রায়না। ভারতও খুব একটা পিছিয়ে নেই রায়নার কাছে, ‘সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলটি বিশ্বকাপ জিতবে। ইংলিশ কন্ডিশন পেসারদের জন্য ভালো কিন্তু গত কিছুদিন স্পিনারদেরও ভালো করতে দেখছি। গত বছর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলেছি, আমাদের লেগ স্পিনাররা খুব ভালো করেছে। এ দিক থেকে ভারত দল বেশ সুন্দর গুছিয়ে নিচ্ছে। তারুণ্য ও অভিজ্ঞতা ভালোভাবে মিশেছে। আর যে কোনো কন্ডিশনে আমাদের পেস আক্রমণ দারুণ বল করছে।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা