• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভারত সফর বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯  

ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক হুইলচেয়ার ক্রিকেট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। বুধবার (২৭ মার্চ) দেশ ছাড়ে বাংলাদেশ দল।

সিরিজে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে তিনটি টি-২০ হুইলচেয়ার ক্রিকেট ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচই হবে ভারতের মুম্বাইয়ে। ২৮ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজটি। ২৯ মার্চ দ্বিতীয় এবং ৩১ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৮ সালেও ভারত হুইলচেয়ার ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অংশ নেয় বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। সেখানে ২-১ ব্যবধানে সিরিজ জয় পায় বাংলাদেশ দল।

আসন্ন ভারত সফরের জন্য ১৩ সদস্যের বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্বে আছেন মোহাম্মদ মহসিন। তার সহযোগী হিসেবে থাকছেন নূর নাহিয়ান।

১৩ সদস্যের বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল:

মোহাম্মদ মহসিন (অধিনায়ক), নূর নাহিয়ান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠু, মোহাম্মদ লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, মোহাম্মদ রিপন উদ্দিন, মোহাম্মদ রাজন হোসেন, মোহাম্মদ মহিদুল ইসলাম, মোহাম্মদ মোর্শেদ আলম, উজ্জ্বল বৈরাগী, স্বপন দেওয়ান এবং রনি গাইন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা